ঘূর্ণিঝড় ইয়াসে শিক্ষপ্রতিষ্ঠানে কত টাকার ক্ষতি, জানাল মন্ত্রণালয়

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে কত টাকার ক্ষতি হয়েছে, তা জানিয়েছে শিক্ষাবিষয়ক দুই মন্ত্রণালয়
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে কত টাকার ক্ষতি হয়েছে, তা জানিয়েছে শিক্ষাবিষয়ক দুই মন্ত্রণালয়  © ফাইল ফটো

বাংলাদেশের উপকূলে গত ২৬ মে বয়ে যায় ঘূর্ণিঝড় ইয়াস। এ ঝড়ের কারণে দেশের ১৮৭ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতির শিকার হয়েছে। অর্থের হিসেবে যা প্রায় তিন কোটি ৫৯ লাখ টাকা। এসব প্রতিষ্ঠানের কয়েকটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। কিছু প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্র জানায়, খুলনা ও বরিশাল বিভাগের ছয় জেলার ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান ইয়াসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি বাগেরহাটের ৩০টি ও পটুয়াখালীতে ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতির শিকার হয়েছে।

এ বিষয়ে মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, ইয়াসের প্রভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে যে ক্ষতি হয়েছে, সে তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। অনুমোদন পেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এগুলো সংস্কারের কাজ শুরু হবে। দুর্যোগ মোকাবিলায় একটি নির্ধারিত আর্থিক ফান্ড রয়েছে। সেখানে সংস্কারের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে বলে জানান তিনি।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র জানায়, ঘূর্ণিঝড় ইয়াসে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ৬২টি বিদ্যালয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে খুলনা বিভাগের সবচেয়ে বেশি বিদ্যালয় রয়েছে। প্রাথমিক তথ্য মাঠ কর্মকর্তাদের মাধ্যমে যাচাই-বাছাই চলছে বলে সূত্র জানায়।

ডিপিইর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক নুরুল আমিন হক গণমাধ্যমকে বলেন, ‘ইয়াসে ক্ষতিগ্রস্ত ৬২টি বিদ্যালয়ের তালিকা পেয়েছি। সেটি যাচাই-বাছাই চলছে। তবে ইয়াসের প্রভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’ ক্ষতিগ্রস্ত বিদ্যালয় সংস্কারের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ