আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, আম্পায়ারদের গাড়িতে হামলা
সাভারের আশুলিয়ার ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে একটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় সাভারে যাওয়ার পথে আশুলিয়ায় আম্পায়ারদের মাইক্রোতে হামলা করে এবং আম্পায়ারদের গাড়ি আটকেও রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ।
জানা যায়, আজ রবিবার শ্রমিকদের টাকা পরিশোধ করার কথা ছিল কর্তৃপক্ষের। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী কারখানার সামনে গিয়ে কোনো সাড়া না পেয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরেও তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরাও ইটপাটকেল ছুঁড়তে থাকেন। এ সময় বিকেএসপিতে খেলোয়াড় নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতেও ইটের আঘাত লাগে।
বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ডিইপিজেডের সামনে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ হলে ইট-পাটকেল নিক্ষেপ করেন শ্রমিকরা। বিকেএসপি যাওয়ার পথে আম্পায়ার ও খেলোয়াড়ের গাড়ি যানজটে আটকা পড়ে। এ সময় শ্রমিকদের নিক্ষেপ করা ইট আম্পায়ারের গাড়িতে এসে পড়ে। খেলোয়ারদের ওপর উদ্দেশ্যমূলক কোনো হামলার ঘটনা ঘটেনি। বর্তমানে বিকেএসপির মাঠে খেলা চলছে।