খালেদার হার্ট ও কিডনি সমস্যা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন

চিকিৎসাধীন খালেদা জিয়া
চিকিৎসাধীন খালেদা জিয়া  © ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে তার চিকিৎসকরা উদ্বিগ্ন। তিনি যে সমস্যায় ভুগছেন তার চিকিৎসা দেশে করানো সম্ভব নয়।

শুক্রবার (১১ জুন) বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষের কোথাও আশ্রয় নেয়ার জায়গা নেই। আগে মানুষের আস্থার জায়গা ছিল আদালত। তবে সেটিও এখন দলীয়করণ করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত। বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। 

তিনি অবিলম্বে খালেদা জিয়া, নিপুন রায় চৌধুরী, আসলাম চৌধুরীসহ দল এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, মানুষকে শান্তিতে থাকতে দিন। তাদের বাঁচতে দিন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। হিটলার, নমরুদ, মুসোলিনি কেউ বাঁচতে পারেনিন


সর্বশেষ সংবাদ