শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ৫০ টি করে গাছের চারা রোপনের নির্দেশ

বৃক্ষরোপন
বৃক্ষরোপন   © সংগৃহীত

স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০টি করে গাছের চারা রোপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০টি ফলদ, বনজ, ভেষজ ও ফুলের চারা রোপন করার কথা বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে।

আদেশে অধিদপ্তর বলছে, স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে আগামী ১৫ জুন থেকে ৩০ জুন বৃক্ষরোপ কর্মসূচি পালন করা হবে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে ৫০টি ফলদ, বনজ, ভেষজ, ফুলের টারা রোপন করবে।

আদেশে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত জায়গা না থাকলে প্রতিষ্ঠান সংলগ্ন উপযুক্ত সরকারি স্থানে বৃক্ষরোপন করতে হবে। শুধু বৃক্ষ লাগানো নয় এসব বৃক্ষ নিয়মিত যথাযথভাবে পরিচর্যাও করতে হবে।


সর্বশেষ সংবাদ