তথ্য সংগ্রহ আর চুরি এক নয়: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ   © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তথ্য সংগ্রহ আর চুরি করা এক জিনিস নয়। তথ্য সংগ্রহের নির্দিষ্ট নিয়ম আছে। চুরির সাথে সংগ্রহ গুলিয়ে ফেললে হবে না।

বুধবার (৯ জুন) সচিবালয়ে আলহামরা নাসরিন হোসেন লুইজা সম্পাদিত 'ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু' অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তবে সচিবালয়ে তথ্য সংগ্রহের কিছু নিয়ম আছে। সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও সেই নিয়মে আবেদন করে তথ্য পেতে পারেন আবেদন করে তথ্য না পেলে তথ্য অধিকার কমিশন আছে। সেখানে আবেদন করলে তথ্য পাওয়া যায়।

মন্ত্রী আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েও আমি যদি কোনো অফিসে গিয়ে অনুমতি না নিয়ে কোনো গোপনীয় তথ্য নিয়ে নেই তাহলে সেটি অপরাধ। ওই অফিস কর্তৃপক্ষ এজন্য আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে। আর যদি রাষ্ট্রীয় গোপন নথি হয় সেক্ষেত্রে অপরাধ আরও বড়।


সর্বশেষ সংবাদ