সিলেটে দেড় মিনিটে দুই দফা ভূমিকম্প অনুভূত
আতঙ্কের মধ্যেই সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার সন্ধ্যার দিকে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এ সময় নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। বাড়িঘর ও অফিস-আদালতে থাকা মানুষজন ঘর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে যান।
তাৎক্ষণিকভাবে এই দুই দফার ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আবহাওয়া অফিস।
এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে সিলেটে অন্তত পাঁচটি ভূকম্পন অনুভূত হয়। পরদিন ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল সিলেটের জৈন্তাপুর এলাকায়। গত ২৯ মে ভূমিকম্পের পর থেকেই সিলেটজুড়ে ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে।
বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়ে থাকে।
সম্প্রতি সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরের ঝূঁকিপূর্ণ সাতটি বহুতল বিপণি বিতান ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।