০৬ জুন ২০২১, ১৮:৪১

বঙ্গবন্ধুর খুনী ৪ মুক্তিযোদ্ধার খেতাব বাতিল

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি চার খুনী  © সংগৃহীত

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি চার খুনী শরিফুল হক ডালিম ‘বীর উত্তম’, নূর চৌধুরী ‘বীর বিক্রম’, রাশেদ চৌধুরী ‘বীর প্রতীক’ ও মোসলেহ উদ্দিন ‘বীর প্রতীক’ খেতাব বাতিল করা হয়েছে। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব রথীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত এক এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এর আগে ২ ‍জুন সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭২তম সভার ১৩.৩ আলোসূচির আলোকে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য শহীদদের আত্মস্বীকৃতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি চারজনের খেতাব বাতিল করা হলো।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ৭২তম সভায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করে।