ফের নীলক্ষেত মোড়ে সাত কলেজ শিক্ষার্থীরা
তিন দফা দাবি আদায় না হওয়ায় ফের নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার পর আন্দোলন শুরু করেন তারা।
এ সময় তারা বলেন, গত বৃহস্পতিবারের অবস্থান কর্মসূচি থেকে আমরা যে তিন দফা দাবি দিয়েছিলাম সেগুলো পূরণ হয়নি। তাই আমরা আজকে এখানে সমাবেশ করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান স্যারের কাছে স্মারকলিপি জমা দিব।
তাদের তিনদফা দাবিগুলো হলো -
১) স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয়ারও রোডম্যাপ ঘোষণা করতে হবে।
২) সকল বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম (ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ) এর পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
৩) প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে সব পরীক্ষা নিতে হবে।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি দ্যা ডেইলি কম্পাসকে বলেন, আমরা চাই হল ক্যাম্পাস খুলে স্বাভাবিক পরিস্থিতি আসার পর পরীক্ষা নেয়া হোক। আর হুটহাট সিদ্ধান্তে পরীক্ষা নেয়া হলে ফলাফল বিপর্যয় হবে। তাছাড়া দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পড়াশোনার বাহির রয়েছ যদিও অনলাইন ক্লাস হয়েছে। কিন্তু অনেকেই স্বল্পতার কারণে অংশগ্রহণ করতে পারেনি। তাই আমরা চাই শিক্ষকরা অন্তত পরীক্ষার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিয়ে তারপর পরীক্ষা নিবেন।
আন্দোলনের ঢাকা কলেজ প্রতিনিধি ঈসমাইল সম্রাট দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ আমরা এখানে সমাবেশ করার পর ভিসি স্যারের কাছে স্মারকলিপি দিব। আশাকরি প্রশাসন অবিলম্বে হল ক্যাম্পাস খুলে দিবেন এবং স্বাস্থ্যবিধি মেনে কিভাবে জট কাটিয়ে ওঠা যায় তার রোডম্যাপ ঘোষণা করবেন। দীর্ঘদিন ধরেই আমাদের দাবি ছিল একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা। যা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রণয়ন করতে ব্যর্থ হয়েছে। আমরা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা একাডেমিক ক্যালেন্ডার চাই সামনে আরো কঠোর আন্দোলন হবেই।