০৫ জুন ২০২১, ১৮:২৪

বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর বাড়ানো অযৌক্তিক

বেসরকারি সংস্থা উন্নয়ন-সমন্বয়  © ফাইল ফটো

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ওপর আরোপিত কর অযৌক্তিক বলে মনে করে বেসরকারি সংস্থা উন্নয়ন-সমন্বয়।

শনিবার (৫ জুন) বাজেট পরবর্তী এক ওয়েবিনারে এ কথা বলেন সংস্থাটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমান। 

তিনি বলেন, স্বাস্থ্য খাতে আরও বেশি বরাদ্দ রাখা উচিত ছিল। এক্ষেত্রে সরকারকে আরও সাহসী ভূমিকা রাখা দরকার ছিল। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উপর আরোপিত করের পরিমান বাড়ানোর সমালোচনাও করেন তিনি।

সাবেক এই গভর্ণর বলেন, করোনাকালে আমাদের স্বাস্থ্যখাতের অনেক ঘাটতি চোখে পড়েছে। এগুলো সমাধানে মোট বাজেটের অন্তত ৭ শতাংশ বরাদ্দ রাখা দরকার ছিল। তবে প্রস্তাবিত বাজেটে মাত্র ৫ দশমিক ৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।