০৪ জুন ২০২১, ১৯:৪০

‘বিএনপির বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ  © ফাইল ফটো

বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় বিএনপি, সিপিডিসহ বিভিন্ন অর্থনীতিবিদদের বক্তব্য কাকাতোয়ার শেখানো বুলি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার বাজেটপরবর্তী এক বক্তব্যে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রকৃতপক্ষে ৩০ জুনের পর এই মাথাপিছু আয় আরও বাড়বে। কারণ যেই মাথাপিছু আয় দুই হাজার ২২৭ ডলার, সেখানে মে এবং জুন মাসের আয় ও রেমিটেন্স হিসাব করা হয়নি। সেই হিসাবে আমাদের মাথাপিছু আয় বাড়বে। এই যে মাথাপিছু আয় আমরা ভারতেকে ছাড়িয়ে গেলাম এটা কিন্তু ভারতের পত্রপত্রিকায় টেলিভিশনে আলোচনার ঝড় বইছে। কিন্ত আমাদের দেশে যারা অর্থনীতি নিয়ে কাজ করছেন, নানান সময় নানা মত দেন তারা এটি নিয়ে একটি বাক্য বলেছে এমনটি শুনতে পাইনি। এটি অত্যন্ত দুঃখজনক।’

সিপিডির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘অর্থনীতিবিদরা যারা সবসময় সরকারের নানা দোষ খুঁজেন, সরকারকে নানা পরামর্শ দেন তাদের মুখেও কোনো কথা শুনতে পাই না। তারা কি দেশকে এবং দেশের মানুষের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করছেন? এটি আমার প্রশ্ন। সিপিডির যারা বক্তব্য দিচ্ছেন, তাদের অনুরোধ জানাব পৃথিবীর বিভিন্ন দেশের বাজেটগুলো বিশ্লেষণ করার জন্য। সিপিডি নয়, আরও অনেকে বলেছে, এই বাজেট ঋণনির্ভর, এই বাজেট ঘাটতি বাজেট।’

পৃথিবীর বিভিন্ন দেশের তুলনামূলক চিত্র তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেটে ঘাটতি হচ্ছে ১৫.২ ভাগ, যুক্তরাজ্যে জিডিপির তুলনায় ঘাটতি বাজেট হচ্ছে ১৪.৩ ভাগ, ভারতে ২০২০-২১ অর্থবছরে জিডিপির তুলনায় ছিল ঘাটতি ৯.৩ ভাগ, জাপানে জিডিপির তুলনায় ঘাটতি ছিল ১২.৬২ ভাগ। আমাদের যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেখানে জিডিপির তুলনায় ঘাটতি ৬.২ ভাগ। ভারতের তুলনায় আমাদের ঘাটতি অনেক কম। গত বাজেটে ঘাটতি বাজেট ছিল ৬.১ ভাগ। করোনা মহামারির মধ্যেও সেই বাজেট বাস্তবায়ন হয়েছে। সুতরাং তাদের কাছে অনুরোধ জানাব, পৃথিবীর অন্যান্য দেশের বাজেটগুলো বিশ্লেষণ করার জন্য। গত বাজেটেও যে ঘাটতি বাজেট সেটি যে বাস্তবায়িত হয়েছে সেটির জন্য একটু প্রশংসা করেন।’

ড. হাছান বলেন, কিছু সংগঠন, রাজনৈতিক দল বাজেট বাস্তবায়নযোগ্য নয় এগুলো বলে বেড়াচ্ছেন। তাই যদি হয়, তাহলে এই ১২ বছরে দেশটা এগিয়ে গেল কিভাবে? ১২ বছরে মানুষের মাথাপিছু আয় এত উন্নতি হলো কিভাবে। ১২ বছরে দেশটা বদলে গেল কিভাবে?