অনলাইনে দেড় লাখ টাকার পণ্য ৭৫ হাজারে দেওয়া নিয়ে প্রশ্ন মন্ত্রীর
নানা ধরনের পণ্য অর্ধেক দামে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি নিয়ে প্রশ্ন তুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ বুধবার (২ জুন) সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভা শেষে এর সভাপতি হিসেবে তিনি এসব কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, একটি ফ্রিজের দাম দেড় লাখ টাকা। কিন্তু অফার দেওয়া হয় ৮০ হাজার কিংবা ৭৫ হাজার টাকায়। এটা কীভাবে সম্ভব? কেন এমন অফার? হয়ত ১০/২০ জনকে দেয়ও। কিন্তু ৫০০ মানুষ আবেদন করলে তাদের বলবে অমুক দিন দেব।’
মন্ত্রী বলেন, আশঙ্কা করছি হয়ত সে গা ঢাকা দেবে। ‘যুবক’ যেটা করেছে। আমরা এটা নিয়ে উদ্বিগ্ন’ এ সময় চটকদার বিজ্ঞাপন দিয়ে যারা পণ্য বিক্রি করছে, তাদের বিস্তারিত পরিচয় রাখতে পুলিশকে নির্দেশ দেওয়ার কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘আইন দিয়ে এটা নিয়ন্ত্রণের জন্য আইন মন্ত্রণালয়কে বলেছি। পুলিশ বাহিনীকেও দায়িত্ব দেওয়া হয়েছে। যারা এমন অস্বাভাবিক কথা বলে, তারা কারা? তারা যাতে টাকা আত্মসাৎ করে পালাতে না পারে।’