ব্যাংক লেনদেনের সময়সীমা বেড়েছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মে ২০২১, ০৩:২৩ PM , আপডেট: ৩০ মে ২০২১, ০৫:১৫ PM
করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সরকারের বিধিনিষেধ বেড়েছে আগামী ৬ জুন পর্যন্ত। আরোপিত বিধি-নিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে ৩১ মে হতে ৬ জুন পর্যন্ত ব্যাংকের সময়সূচি বাড়ানো হয়েছে। এখন থেকে ব্যাংক লেনদেন সময়সূচি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের সময়কাল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
আজ রবিবার (৩০ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগদ জমা ও উত্তোলনের জন্য নির্ধারিত ছিল। লেনদেন–পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকত বেলা দেড়টা পর্যন্ত। তবে আজ থেকে এ সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন শুরু হয়। পরে পাঁচ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ২৩ মে বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।