সেই ছাগলের জরিমানা পরিশোধ করলেন ইউএন নিজেই
উপজেলা পরিষদে লাগানো গাছের পাতা খাওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে ছাগলকে জরিমানা করা দুই হাজার টাকা পরিশোধ করেছেন বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন।
বৃহস্পতিবার (২৭) বিকেলে ছাগলের মালিক সাহারা বেগমকে উপজেলা প্রশাসন কার্যালয়ে ডেকে ছাগল ফেরত দেওয়া হয়।
ছাগলের মালিক সাহারা বেগম বলেন, ১০ দিন আটকে রাখার পর বিকেলে তাঁকে ডেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের মধ্যস্থতায় ছাগলটি ফেরত দেওয়া হয়। তাঁর কাছ থেকে জরিমানার কোনো অর্থ আদায় করা হয়নি।
আরো পড়ুন ছাগলকে জরিমানা করলেন ইউএনও
এ বিষয়ে আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ছাগল ফুলগাছ খাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও দুই হাজার টাকা জরিমানা করেছিলেন। জরিমানা অর্থ শোধ দেওয়ার সামর্থ্য মালিকের নেই। আপাতত জরিমানার অর্থ ইউএনওই দিয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে ওই টাকা পরে তিনি তাঁকে দিতে চেয়েছেন।
ইউএনও সীমা শারমিন বলেন, জরিমানার অর্থ শোধ না দেওয়ায় ছাগলটি একজনের জিম্মায় দেওয়া হয়েছিল। পরে খোঁজ নিয়ে জানতে পারি ছাগলের মালিক অসহায়, জরিমানার অর্থ শোধ দেওয়ার মতো তাঁর সামর্থ্য নেই। মানবিক দিক বিবেচনা করে জরিমানার অর্থ আমার ব্যক্তিগত তহবিল থেকে সরকারি কোষাগারে জমা দিয়ে ওই নারীকে তাঁর ছাগলটিই ফেরত দেওয়া হয়েছে।