২৭ মে ২০২১, ১৭:১৮

ছাগলকে জরিমানা করলেন ইউএনও

প্রতীকী ছাগলের ছবি  © ফাইল ফটো

উপজেলা পরিষদে লাগানো গাছের পাতা খাওয়ার অভিযোগে ছাগলকে দুই হাজার টাকা জরিমানা করেছেন বগুড়া জেলার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন।

জানা গেছে, উপজেলা ডাকবাংলো সংলগ্ন বসবাসরত সাহারা বেগমের ছাগল প্রায়ই উপজেলা চত্বরে লাগানো গাছের পাতা খেয়ে ফেলত৷ এতে ক্ষুব্ধ ছিলেন ইউএনও। সম্প্রতি ছাগলটি ধরে তার উপর বিচারিক ক্ষমতা প্রয়োগ করেন তিনি।

ছাগল মালিক সাহারা জানান, গত ১৭ মে তার ছাগলটি হারিয়ে যায়। অনেক খোজাখুজি করেও তিনি ছাগলের সন্ধান পাননি। পরে জানতে পারেন ইউএনও ম্যাডাম তার ছাগল আটকে রেখেছেন।

এ বিষয়ে সীমা শারমিন বলেন, উপজেলা চত্বরে বিভিন্ন জায়গা থেকে ফুলের গাছ কিনে এনে লাগানো হয়েছে। তবে সাহারা বেগমের ছাগল এসে সেই গাছের পাতা খেয়ে ফেলত। আমি তাকে ডেকে অনেকবার সতর্ক করেছি। তবে তাতেও কোনো কাজ হয়নি। পরে গণ-উপদ্রব আইনে তাকে জরিমানা করা হয়েছে।