২৬ মে ২০২১, ১৫:১৩
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশে ৩ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জেলে জোয়ারের পানিতে ডুবে আর অন্যজন গাছ চাপায় মারা গেছেন। ফেনীর সোনাগাজী, বরগুনার বামনায় ও ভোলার লালমোহনে এই ঘটনা ঘটে।
ভোলায় গাছের ডাল ভেঙে নিহত রিক্সাওয়ালার নাম আবু তাহের (৪৮)। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের মৃধার চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে।
ফেনীতে নিহিত ব্যক্তির নাম হাদিউজ্জামান। মঙ্গলবার রাতে সোনাগাজী উপজেলায় মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার বাড়ি সাতক্ষীরার শ্যামনগরের শেখের পাড়া গ্রামে।
বরগুনায় মারা যাওয়া জেলের নাম নান্না জোমাদ্দার (৩৫)। মঙ্গলবার রাতে জেলার বামনা উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তিনি উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামের মতি জোমাদ্দারের ছেলে।