অর্ধেক গ্রাহককে বসিয়ে খাওয়াতে পারবে হোটেল–রেস্তোরাঁয়
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে ধারণক্ষমতার অর্ধেক আসনে গ্রাহকসেবা প্রদান করা যাবে।
আজ রবিবার (২৩ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বিধিনিষেধ ৩০ মে মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে গতকাল শনিবার (২২ মে) আজ থেকে দেশের সব রেস্টুরেন্ট পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। স্বাস্থ্যবিধি মেনেই রেস্টুরেন্ট চালু করতে চান মালিকেরা। না হলে থালা-বাটি নিয়ে প্রেসক্লাবের সামনে দাঁড়াবেন— এমন ঘোষণাও দেওয়া হয়।
করোনার সংক্রমণ প্রতিরোধে আজ পর্যন্ত যে বিধিনিষেধ আছে, তাতে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও কেউ সেখানে বসে খেতে পারেন না। শুধু খাবার কিনে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এবার ৫০ শতাংশ আসনে গ্রাহক বসানোর সুযোগ দেওয়া হলো।