ফিলিস্তিন দূতাবাসে সরাসরি সাহায্যের আবেদন

ফিলিস্তিনি দূতাবাসে সরাসরি সাহায্যের আবেদন
ফিলিস্তিনি দূতাবাসে সরাসরি সাহায্যের আবেদন  © সংগৃহীত

ফিলিস্তিনে চলমান সংকটে পাশে দাঁড়ানোর জন্য সরাসরি তাদের একাউন্টে সাহায্যের আবেদন জানিয়েছে বাংলাদেশে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাস। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশি জনগনের কাছে এই আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে তারা ইতোমধ্যে বাংলাদেশিদের দেওয়া সাহায্যের কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এখনকার মতো একটি দুর্দান্ত সময়ে আপনারা অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং অন্যদেরকে সহযোগিতা করতে উৎসাহ দিয়েছেন। আপনাদের প্রচুর সমর্থন, এবং প্যালেস্টাইন ভাই-বোনদের জন্য উদার দান প্রশংসা করি। আমাদের দূতাবাসে তাদের ভালবাসা এবং সমর্থন দেখানোর জন্য আগত দর্শনার্থীদের সংখ্যা অনেক। কিন্তু কোভিড১৯ এর কারণে আপনাদের সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে অফিসিয়াল ব্যাংকিং এবং মোবাইল একাউন্ট চালু করা হয়েছে। আপনারা খুব সহেজেই মোবাইলের মাধ্যমে আপনার অনুদান পাঠাতে পারবেন।  

ফিলিস্তিন দূতাবাস থেকে দেওয়া একাউন্ট নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে অনুদান গ্রহণের অনুমতি দেওয়া হয়নি। দূতাবাসের নাম্বারের বাইরে কেউ কোন তথ্য দিলে বা সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত কোন সংবাদের ব্যাপারে বাংলাদেশি আইনের লঙ্ঘণ এবং তার বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

দূতাবাসের দেওয়া হিসাব নম্বর:

১. অফিসিয়াল বিকাশ:০১৯৩৭৭৯১২৫৪

২. অফিসিয়াল নগদ: ০১৯৩৭৭৯১২৫৪

৩. অফিসিয়াল ইউপে: ০১৯৩৭৭৯১২৫৪

৪. ব্যাংক নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটিডে

    একাউন্ট নাম: এ্যামবাসি অফ দ্য এস্টেইট অফ প্যালেস্টাইন, ঢাকা।

    হিসাব নং: ০৯৫১৩০১০০০০০১৮৩৬

    রুটিন নং: ২৪৫২৬১৭৩৮

    শাখা: কর্পোরেট শাখা

    SWIFT:UCBLBDDHGAB   

IMG-20210522-WA0001


সর্বশেষ সংবাদ