২১ মে ২০২১, ১৮:০৫

জন্মদিনে কেক না কেটে কলম ভাঙলেন প্রেসক্লাবের সা. সম্পাদক

প্রেসক্লাবে কলম ভাঙা কর্মসূচি পালন করেন সাংবাদিক নেতারা  © টিডিসি ফটো

নিজের জন্মদিনে কেক না কেটে কলম ভাঙা কর্মসূচি পালন করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করেন সাংবাদিক নেতা ইলিয়াস খান।

বৃহস্পতিবার জন্মদিন উদযাপনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন তার সহকর্মী ও বন্ধুরা। যথারীতি একটি কেক আনা হলেও সেটি না কেটে প্রতিবাদস্বরূপ তিনি এই কলম ভাঙার কর্মসূচির মাধ্যমে জন্মদিনকে স্মরণীয় করে রাখেন। রাত সাড়ে ৮টায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষে এই কর্মসূচি পালিত হয়।

ইলিয়াস খান বলেন, রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনা ইসলাম শারীরিকভাবে কারাগারে, আর আমরা সবাই মানসিকভাবে কারাগারে। শুধু রোজিনা নয়, আরও অনেক সাংবাদিকের প্রতি অন্যায় করা হয়েছে। তারা কারাগারে আছেন। সাংবাদিকদের বিভিন্ন অধিকার আদায় এবং নির্যাতনের প্রতিবাদে এর আগে আমরা কলম বিরতি কর্মসূচি পালন করেছি। এবার কলম বিরতি নয়, কলম ভাঙা কর্মসূচি পালন করলাম আমরা।