২১ মে ২০২১, ১০:৪১
২৫ হাজার টাকা করে অনুদান পাবেন ২ হাজার মাদ্রাসা শিক্ষক
দারুল আরকাম মাদ্রাসায় সদ্য নিয়োগ পাওয়া ও কর্মহীন হয়ে পড়া দুই হাজার ২০ জন শিক্ষককে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন সহায়তা হিসেবে এই অনুদান দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আপদকালীন হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দারুল আরকাম মাদ্রাসার ২ হাজার ২০ জন শিক্ষকের মাঝে ৫ কোটি টাকা অনুদান দেয়া হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দশনার আলোকে দেশজুড়ে এক হাজার ১০টি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও নতুন প্রকল্প চালুর কাজ চলমান রয়েছে।