১০ দিনের লকডাউনে টেকনাফ

লকডাউন
লকডাউন   © ফাইল ফটো

করোনা ভাইরাসের বিস্তার রোধে আবারও ১০ দিনের লকডাউনে যাচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলা। শুক্রবার (২১ মে) থেকে পরবর্তী দশ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, কক্সবাজারে করোনা প্রতিরোধে কাজ করা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে আগামী ১০ দিনের জন্য টেকনাফে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া এবং রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে কঠোরভাবে লকডাউন পালন করা হবে। এই বিষয়ে উপজেলা জুড়ে মাইকিং করা হয়েছে।

তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন এই উপজেলায় কেউ প্রবেশ করতে পারবে না এবং এখান থেকে কেউ বাইরেও যেতে পারবে না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলো বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।


সর্বশেষ সংবাদ