জুলাইয়ে চার সংসদীয় আসনে উপ-নির্বাচন

  © ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের কারণে আটকেপড়া চার সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল ২৪ মে ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

জাতীয় চার সংসদীয় আসন হচ্ছে- লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫। আজ বুধবার (১৯ মে) কমিশনের ৭৮তম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।

ইসি সচিব বলেন, সরকারের ঘোষিত চলমান লকডাউনের কারণে চার সংসদীয় আসনের নির্বাচনের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নির্বাচনের ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হবে।

শূন্য আসনে যেহেতু এসব উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে, তাই কমিশন চারটি আসনে জুলাইয়ে নির্বাচন আয়োজন করা হবে বলে জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।


সর্বশেষ সংবাদ