রোজিনার মুক্তি ও ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল চায় বিজেসি
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তি দাবি জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। একই সঙ্গে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের দাবি জানানো হয় বিজেসি আয়োজিত মানববন্ধন থেকে।
আজ বুধবার বিকেল তিনটায় রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে আয়োজিত এক প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি থেকে সাংবাদিক নেতারা এ দাবি জানান। সাংবাদিক নেতারা জানান, অবিলম্বে রোজিনা ইসলামকে নিশর্তে মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। নতুবা কঠোর আন্দোলন ঘোষণা করার কথা জানান তাঁরা।
এতে বক্তব্য দেন বিজেসির ট্রাস্টি ও জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, সাবেক প্রধান তথ্য কমিশনার ও আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নাগরিক টিভির বার্তা প্রধান দ্বীপ আজাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহসভাপতি নজরুল কবীর, বিজেসির সদস্য সচিব ও একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারমিন রিনভী ও সাধারণ সম্পাদক এম রাশেদুল ইসলামসহ আরও অনেকে।
আরও পড়ুন: বয়স ও নিয়োগ নিয়ে দুশ্চিন্তায় গ্রন্থাগার পেশায় চাকরি প্রত্যাশীরা
সাংবাদিক নেতারা মানবাধিকার কমিশনকে একটি তদন্ত কমিশন গঠন করে ঘটনার তদন্তের দাবি জানান। এ ছাড়া সুপ্রিম কোর্টের প্রতি স্বপ্রণোদিত হয়ে রুল জারি করার আহ্বান জানান তারা। প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে বক্তারা আগামীকাল বৃহস্পতিবার রোজিনা ইসলামকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি শেষে চারদফা দাবি জানান বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক। দাবিগুলো হল,
১. অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাকে নির্যাতন ও হেনস্তাকারীদের শাস্তি দিতে হবে।
২. সাংবাদিক নিপীড়ন বন্ধ করে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল করতে হবে।
৪. ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকতার পরিপন্থী অংশ বাতিল করতে হবে।