মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

হাইকোর্ট
হাইকোর্ট   © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে ভর্তি পরীক্ষার ফলকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে নতুন মেধাতালিকা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।

বুধবার (১৯ মে) ৩২৪ জন শিক্ষার্থীর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার রিট পিটিশন দাখিল করেন। এর আগে এই দুই আইনজীবী শিক্ষার্থীদের পক্ষে ফল বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

রিটে স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পরই ৪ এপ্রিল ফল প্রকাশ করা হয়। এবার ভর্তি পরীক্ষায় অংশ নয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন ৪৮ হাজারেরও বেশি শিক্ষার্থী। আর সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন ৪ হাজার ৩৫০ জন


সর্বশেষ সংবাদ