১৮ মে ২০২১, ২২:৪০

দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রপাতে প্রাণ হারালেন ১৭ জন

দেশের ছয় জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৭ জন  © প্রতীকী ছবি

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘন্টায় ছয় জেলায় বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মে) বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যে বজ্রপাতে তারা প্রাণ হারান। এর মধ্যে নেত্রকোণার আটজন, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও ময়মনসিংহে একজন করে, মানিকগঞ্জে দুজন ও ফরিদপুরের চারজন রয়েছেন।

জানা গেছে, নেত্রকোণার বিভিন্ন এলাকায় বজ্রপাতে মোট আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। এছাড়া বজ্রপাতে এক কৃষকের দুটি গরুও মারা গেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে নিহতের এ ঘটনা ঘটে।

এদিকে কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে মো. আরিফুল ইসলাম (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। দুপুরে গরু আনতে গিয়ে বজ্রপাত হলে আরিফুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ছাড়া সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আবু তাহের (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিজের বাড়ি থেকে উপজেলা সদরের বাজারে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে মারা যান।

অপরদিকে ময়মনসিংহের তারাকান্দায় ফুটবল খেলার সময় আতিকুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার খলিশাজান গ্রামের ফুটবল খেলার সময় হঠাৎ বজ্রপাতে আতিকুলসহ দুজন আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়ার পর আতিকুল মারা যায়। মানিকগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। সদর উপজেলার পৌলি ও গিলন্ড গ্রামে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

ফরিদপুরে দুই উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার নর্থ চ্যানেল, পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী, মোল্লাডাঙ্গী মহল্লা ও মধুখালীর চাঁদপুরে এ ঘটনা ঘটে।