যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালুর অনুরোধ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম  © সংগৃহীত

লকডাউনের কারণে মার্কিন দূতাবাস তাদের ভিসা কার্যক্রম স্থগিত করেছে। এর ফলে বড় সমস্যায় পড়েছেন যুক্তরাষ্ট্রে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। এ বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি মার্কিন দূতকে নমনীয় হওয়ার অনুরোধ করেছেন।

সোমবার (১৭ মে) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, অনেক বাংলাদেশি শিক্ষার্থী লকডাউনের কারণে ভিসার আবেদন করতে পারছে না। আমি অনুরোধ করেছি বিষয়টি বিবেচনার জন্য।’

তিনি বলেন, প্রয়োজন হলে ভিসা প্রত্যাশীদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে লকডাউন থেকে অব্যাহতি দেওয়া হবে বলে আমি রাষ্ট্রদূতকে জানিয়েছি। তিনি আমাকে জানিয়েছেন, তার দফতরের সঙ্গে আলাপ করে তিনি আমাদের জানাবেন যে স্টুডেন্ট ভিসাটা খোলা যায় কিনা।’


সর্বশেষ সংবাদ