রান্নাঘরের চুলার আগুনে পুড়লো ৩ সহোদরের বসতঘর

আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে
আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে  © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে ৩ সহোদরের বসতঘর পুড়ে গেছে। রবিবার ( ১৬ মে ) রাত সাড়ে ৯টার দিকে আধুনগর ইউনিয়নের কাজির পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন সহোদররা হলেন, এনামুল হক ভোট্টু, মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ জাহাঙ্গীর আলম।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এমরানুল হক ভোট্টুর বাড়ির রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মহিউদ্দিন জানান, অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। কিছু বাড়ি থেকে বের করা সম্ভব হয়নি। ঘরসহ পুরো বাড়ি ভস্মীভূত হয়েছে বলে তিনি জানান।

এদিকে খবর পেয়ে রাতেই রাতেই ঘটনাস্থলে ছুটে যান আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন।

তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছি। আগুনে সবকিছু হারিয়ে তারা নি:স্ব। এ ব্যাপারে সঙ্গে সঙ্গে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে জানিয়েছি। তিনি আমাকে এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


সর্বশেষ সংবাদ