চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা সিনোফার্মের টিকা আগে পাবেন

অনলাইনে ব্রিফ করছেন নাজমুল ইসলাম
অনলাইনে ব্রিফ করছেন নাজমুল ইসলাম  © সংগৃহীত

চীনের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আগে পাবেন। এছাড়া দেশে কর্মরত চীনের  ইঞ্জিনিয়ার-কর্মচারীরা সিনোফার্মের টিকা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।

রবিবার (১৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

ব্রিফিংয়ে তিনি বলেন, চীনে অধ্যয়নরত শিক্ষার্থী ও দেশে কাজ করা চীনা ইঞ্জিনিয়ারদের টিকা দেয়ার পর এই টিকা পাবেন মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও ইনস্টিটিউট হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। দেশটির তৈরি ভ্যাকসিন পেতে তাদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি এই মাসের শেষ দিকে অথা জুন মাসে আপনাদের সুখবর দিতে পারবো।


সর্বশেষ সংবাদ