১৪ দিন পর ঢাকায় ফেরার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যারা ঈদের ছুটিতে গ্রামে গেছেন, অফিস না থাকলে তাদের ১৪ দিন পর ঢাকায় ফেরার অনুরোধ করেছে স্বাস্থ্যঅধিদপ্তর।
রবিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এই অনুরোধ জানান অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম।
তিনি বলেন, ঈদে বাড়ি যাওয়ায় সরকারের নিষেধাজ্ঞা ছিল। তবে সেটি উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষকে আমরা বাড়ি যেতে দেখেছি। বাড়ি যাওয়ার সময় আমরা মর্মান্তিক কিছু দৃশ্য দেখেছি। এখনো অনেক অফিস খোলেনি, শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ। ফলে দেরিতে ঢাকায় ফিরলেও কোনো সমস্যা হবে না। এই অবস্থায় আমরা অনুরোধ করবো, যারা বাড়ি গেছেন তারা অন্তত সাত থেকে ১৪ দিন পর ঢাকায় ফিরুন।
নাজমুল ইসলাম আরও বলেন, যাদের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে তারা নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্সের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করবেন। ঢাকায় ফেরার সময় স্বাস্থ্যবিধি মেনে ফিরবেন।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৩ মে পর্যন্ত লকডাউন বাড়িয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ।