সংগ্রামী নেতা থেকে শেখ হাসিনা আজ কালজয়ী রাষ্ট্রনায়ক: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংগ্রামী ছাত্র নেতা থেকে প্রধানমন্ত্রী শেখা হাসিনা আজ কালজয়ী রাষ্ট্র নায়কে পরিনত হয়েছেন। তার নেতৃত্বে আজ বাংলাদেশ শুধু পারমানবিক বোমা ছাড়া সবক্ষেত্রে পাকিস্তানকে ছাড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
রবিবার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটি এই প্রদর্শনীর আয়োজন করেছে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এখন জনপ্রিয় রাজনীতিকে পরিণত হয়েছেন৷ তার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। শেখ হাসিনা ছিলেন বলেই বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত হয়েছে। জাতী পাপমুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই আজ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন পূরণ হয়েছে। মহাকাশে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করা গেছে। পাশাপাশি অন্যান্য মেগা প্রকল্প বিশেষ করে মেট্রোরেলের নির্মাণকাজ শেষ পর্যায়এ রয়েছে।