১৫ মে ২০২১, ১৮:৩৬

২৩ মে খুলছে না স্কুল-কলেজ

স্কুলে ক্লাস করছেন শিক্ষার্থীরা  © ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আগের ঘোষণা অনুযায়ী আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলছে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না। অতীতেও আমরা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও নিবো।

এ প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ছে। এই অবস্থা পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হবে না।

এদিকে দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় চলমান লকডাউন আগামী ২৩ মে পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানো হবে। আগামীকাল রবিবার (১৬ মে) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।