পবিত্র ঈদ-উল-ফিতর আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ মে ২০২১, ০৭:২১ PM , আপডেট: ১৪ মে ২০২১, ০৯:৫০ AM
দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (১৪) সারাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হবে। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের বলা হয়, দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল সারাদেশে ঈদ উদযাপিত হবে।
এদিকে এবারও স্বাস্থ্যবিধি মেনে মসজিদেই ঈদের জামাত আদায় করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা উন্মুক্ত স্থানে ঈদের জামাত আদায়ের পরামর্শ দেন।
ধর্ম মন্ত্রণালয়ের নির্দশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মসজিদেই ঈদের নামাজ আদায় করতে হবে। গত ২৬ এপ্রিল এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। সেটিই বহাল থাকবে।