১০ মে ২০২১, ১১:২০
৫ দিন বন্ধ থাকছে বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র
সিলেটের বিবিয়ানা ও কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্র ঈদ-উল-ফিতরের দিন ও পরের দিনসহ ৫ দিন আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জানা গেছে, জাতীয় গ্যাস গ্রীডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরী রক্ষণাবেক্ষণ কাজে আশুগঞ্জ কম্প্রেসর স্টেশন ১০ মে সকাল ৬টা থেকে ১৫ মে রাত ১০টা পর্যন্ত গ্যাসক্ষেত্র দুটি বন্ধ থাকবে। সবমিলিয়ে ঈদ পরবর্তী সময়ে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট দেখা দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যার ফলে ওই সময়ে এলেঙ্গা, টাঙ্গাইল, নরসিংদী, জয়দেবপুর, ধনুয়া, আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, মাধবদী, ভুলতা, আড়াইহাজার, তারাবো ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতি বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে।