সুবিধাবঞ্চিতদের পাশে ঠাকুরগাঁও সরকারি কলেজ বেতার শ্রোতাক্লাব
ঠাকুরগাঁওয়ে ৫০টি সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও সরকারি কলেজ যুব সংগঠন বেতার শ্রোতা ক্লাব।
শনিবার (৮ মে) রাতে সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আলেক চান, ফেরদৌসী বেগম, ফারহানা ইসলাম কলি, সভাপতি মোঃ আলমগীর ইসলাম, সহ-সভাপতি মোস্তাকিমা আক্তার মিতু, সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসানসহ সংগঠনের কার্যকরী সদস্যবৃন্দ।
সংগঠনটির সভাপতি ঠাকুরগাঁও সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র আলমগীর ইসলাম বলেন, বছরের বিভিন্ন সময় আমরা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের দক্ষতা অর্জন, সচেতনতা বৃদ্ধিসহ সমাজ উন্নয়নমূলক কাজ করে থাকি। প্রতিবছর বৃক্ষরোপণ, সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে উপস্থিত বক্তৃতা, বিতর্ক এবং রচনা প্রতিযোগিতার আয়োজনও করা হয়। এবার করোনা পরিস্থিতিতে আমরা চেষ্টা করেছি সমাজের কিছু মানুষকে ঈদ সামগ্রী দিয়ে সাহায্য করার।
সংগঠনটির সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিসান বলেন, আমরা সবসময় মানবসেবামূলক কাজে আত্মনিয়োগ করে থাকি। এবছরও নিজেদের অর্থায়নে এই কাজটি সফলভাবে শেষ করতে পেরেছি। আগামীতে চেষ্টা থাকবে আরো বৃহৎ পরিসরে এ ধরনের কাজ বাস্তবায়ন করার।
প্রসঙ্গত, ২০১৫ সালে একদল মেধাবী এবং উদ্যম তরুণদের সমন্বয়ে গঠিত হয় 'ঠাকুরগাঁও সরকারি কলেজ যুব সংগঠন বেতার শ্রোতাক্লাব।' প্রতিনিয়ত নিজেদের পড়াশোনার বাইরের সময়কে সমাজ সংস্কারে কাজে ব্যয় করছে সংগঠনের একঝাঁক তরুণ।