যশোরে দুজনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত

করোনা
করোনা  © ফাইল ফটো

যশোরে দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে। সম্প্রতি ভারত থেকে দেশে ফেরাদের নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষায় ভারতীয় ধরন শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, ভারত ফেরতদের মধ্যে দুই জনের শরীরে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে। তাদের দুইজনকে আলাদা চিকিৎসা দেয়া এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেনিটনের পরামর্শ দেন তিনি।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবার কবীর বলেন, যে দুজনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তাদের ভ্যারিয়েন্টের নাম্বার হলো বি ১.৬ ও ১৭.২। এটি ডাবল মিউট্যান্ট নয়। তবে এটি রোধেও আমাদের সতর্ক হতে হবে।


সর্বশেষ সংবাদ