০১ মে ২০২১, ২০:০৬

কর্মহীন ৬০ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন ঢাকা জেলা প্রশাসক

কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিচ্ছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম  © টিডিসি ফটো

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের ফলে কর্মহীন হয়ে পড়া ৬০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌছে দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

আজ শনিবার রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনে বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলার তত্ত্বাবধানে পরিচালিত শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুধ, চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন।

শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়টি বস্তিবাসী দিনমজুর ও রিকশাচালকসহ নিম্ন আয়ের লোকজনের সন্তানদের পড়াশোনা করিয়ে আসছে।

কর্মহীন, দিনমজুর, অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ চলমান থাকবে বলে জানান ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

এ সময় ঢাকা জেলা প্রশাসক আরও বলেন, করোনাভাইরাসজনিত মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া কোনো পরিবার খাদ্য সংকটে ভুগবে না। সরকারের ৩৩৩ নম্বরে কল করে যারা খাদ্য সহযোগিতা চাচ্ছেন, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ হতে তাদেরকেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।