৩০ এপ্রিল ২০২১, ১১:২৫

গরমে পানিশূন্যতা, হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ  © ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন (প্রধান পৃষ্ঠপোষক) ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। প্রচণ্ড গরমে পানিশূন্যতা হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে নেয়া হয়।

শুক্রবার ভোর ৪টায় রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডামের করোনা নেগেটিভ। গরমে ম্যাডামের ডি হাইড্রেশন হয়েছিল। তাই সিএমএইচে ভর্তি করা হয়। এখন তিনি অনেকটাই সুস্থ। আশা করা যাচ্ছে, শুক্রবারের মধ্যেই তিনি বাসায় ফিরবেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘তাকে (রওশন এরশাদকে) সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে শুনেছি।’

সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদার রাত সাড়ে ১২টার দিকে বলেন, ‘তিনি (রওশন এরশাদ) সিএমএইচে নিয়মিত চিকিৎসা গ্রহণ করেন। নিয়মিত সেখানে যান।’