২৯ এপ্রিল ২০২১, ২২:৩১

বৃষ্টিপাত বাড়বে, কমতে পারে তাপমাত্রা

  © ফাইল ছবি

দেশের একাধিক স্থানে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে সারাদেশে দিনের তাপমাত্রাও কিছুটা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি দাবদাহ বয়ে যাওয়া এলাকাতেও কমবে তাপমাত্রা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, এ সময়ে ৪০-৬০ কিলোমিটার গতির ঝড় হতে পারে। তাই আগাম সতর্কতার সঙ্গে থাকতে হবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ ছয় বিভাগ খুলনা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশের আবহাওয়া আংশিক মেঘলাসহ সাধারণত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আজ বিকেল থেকেই দেশের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হয়েছে। রাতে এ ঝড় আরও কিছু এলাকায় বিস্তৃত হতে পারে। ঝড়ের গতি বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে দীর্ঘসময় ধরে থাকার সম্ভাবনা নেই।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে; ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। অস্থায়ী দমকায় ৫০-৬০ কিলোমিটার হতে পারে।