২৮ এপ্রিল ২০২১, ১৬:৫০
দেশে করোনা নিয়ন্ত্রণে আছে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা রাতারাতি চলে যাবে না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। উন্নত বিশ্বের অনেক দেশ করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমাদের দেশেও করোনা নিয়ন্ত্রণে রয়েছে। এটি ধরে রাখতে হবে।
বুধবার (২৮ এপ্রিল) মহাখালীর বক্ষব্যাধী ইনস্টিটিউটে করোান রোগীদের জন্য ৯টি আইসিইউ ও ১৫০ শয্যার বেডের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে মহাখালীর বক্ষব্যাধী ইনস্টিটিউটিকে ১৫৯ শয্যার কভিড ইউনিট চালু কবরা হরো। পর্যায়ক্রমে দেশের প্রতিটি হাসপাতালে করোনা ইউনিট চালু করা হবে।