২৮ এপ্রিল ২০২১, ০৮:৩১

ভূমিকম্পে কাঁপলো ঢাকা

ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প হয়েছে  © প্রতীকী ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৩ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

রাজধানীর মিরপুর, বনশ্রীসহ একাধিক এলাকা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন কয়েকজন। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক এক। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজশাহী সিলেটসহ অনেক স্থান থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর কদরুদ্দিন শিশির ফেসবুকে লেখেন, ‘সিলেটে বড় ধরনের ভুমিকম্প হলো মাত্র। বিল্ডিংয়ের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেছে। আধা মিনিটের মতো স্থায়ী ছিলো।’