২৫ এপ্রিল ২০২১, ২২:৪১

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

  © ফাইল ছবি

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এক বার্তায় জানান, বিদ‍্যুৎ উৎপাদন ১৩ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করেছে।

তিনি জানান, আজ রবিবার রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এটি দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০২১ সালের মধ্যে সরকারের ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন করার প্রতিশ্রুতি থাকলেও এই লক্ষ্যমাত্রা অর্জিত হয় ২০২০ সালের মধ্যেই। এই ১২ বছরে বিদ্যুতের গ্রাহক সংখ্যা বেড়েছে তিন গুণের বেশি। ২০০৯ সালে ছিল এক কোটি আট লাখ। এখন গ্রাহক হয়েছে তিন কোটি ৯১ লাখ।

দেশের বিদ্যুৎ চাহিদার ঘাটতি মেটাতে আমদানির সিদ্ধান্তও নিয়েছে সরকার। বর্তমানে এক হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি হচ্ছে। ১২ বছর আগে গ্রিড সাবস্টেশন ক্ষমতা ছিল ১৫ হাজার ৮৭০ এমভিএ। সেটি বেড়ে এখন হয়েছে ৪৮ হাজার ১৫ এমভিএ।