২৫ এপ্রিল ২০২১, ১৩:৫২

‘যারা ব্যাংক লুট করে তারা কিসের ভিআইপি?’

রিকশা চালকদের বিক্ষোভ মিছিল   © সংগৃহিত

‘কর্মহীন মানুষের জন্য সরকারের অনেক বরাদ্দ আসে। কিন্তু আমাদের ভাগ্যে জোটে না। নেতারা সব খেয়ে ফেলে। আমরা পাই না। শুধু রিকশা আটকানো নয়, রিকশা আটকিয়ে টাকা আদায় করা হয়। আমরা রাস্তায় নামলে পুলিশ রিকশা উল্টে দেয়। ভিআইপির কথা বলে রাস্তায় চলতে দেয় না। যারা ব্যাংক লুট করে তারা কিসের ভিআইপি?’ রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার এসব কথা বলেছেন।

রোববার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন-প্রেস ক্লাব সড়কে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে রিকশাচালকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন।

সমাবেশে জলি তালুকদার আরো বলেন, লকডাউনে রিকশা চালকদের উপর অনেক নির্যাতন করা হয়েছে। এটা সহ্য করার মতো নয়।

রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ বাবলু, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।