করোনায় আক্রান্ত ১০৯ সংসদ সদস্য

আক্রান্ত ও মৃত সংসদ সদস্যবৃন্দ
আক্রান্ত ও মৃত সংসদ সদস্যবৃন্দ  © ফাইল ফটো

দেশে এখন পর্যন্ত ১০৯ জন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫ জন। সংসদ সদস্যদের মধ্যে সবশেষ করোনায় আক্রান্ত হয়েছেন রাজশাহী-২ আসনের সংসদ ফজলে হোসেন বাদশাহ।

তথ্যমতে, এখন পর্যন্ত মন্ত্রী পরিষদের ১৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ এমপি। এদের মধ্যে সবার আগে মৃত্যু হয়েছে  সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। একই দিন মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ। গত জুলাইয়ে মারা যান নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম। গত মাসে মারা যান সিলেত-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। আর সবশেষ এপ্রিলে মারা যান কুমিল্লা-৫ আসনের সাংসদ আবদুল মতিন খসরু।

এদিকে করোনায় আক্রান্ত ১০৯ সংসদ সদস্যের মধ্যে নারী সাংসদের সংখ্যা ১২ জন। নারী সাংসদের মধ্যে সম্প্রতি সারাহ বেগম কবরী মারা গেছেন। আর সংসদ সদস্যদের মধ্যে সবার আগে করোনায় আক্রান্ত হয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।