লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © ফাইল ফটো

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারগিলোর সহায়তার জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের অনুকূলে এ অর্থ ছাড় দেওয়া হবে।

জেলা প্রশাসন এ অর্থ চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের মাঝে বিতরণ করবে। করোনা পরিস্থিতির অবনতির কারণে প্রথম দফায় গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার। পরে এটি ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ অর্থ বরাদ্দের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, করোনা ঊর্ধ্বগতি রোধে বিশেষজ্ঞদের পরামর্শে সরকার লকডাউন ঘোষণা করেছে। এ অবস্থায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সহায়তায় প্রধানমন্ত্রী সাড়ে দশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ বুধবার স্বাক্ষর করে এ অর্থনৈতিক সহযোগিতা ছাড় করে দিয়েছেন।


সর্বশেষ সংবাদ