ডাক্তার-ম্যাজিস্ট্রেট-পুলিশকাণ্ড ভুল বোঝাবুঝি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  © ফাইল ছবি

‘মুভমেন্ট পাস’ ও ‘আইডি কার্ড’ নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডে চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তার বাগবিতণ্ডা ভুল বোঝাবুঝি হয়েছে বলে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ এবং ডাক্তার যেটি করেছেন, এটি ভুল বোঝাবুঝি। আমার মনে হয়, ভুল বোঝাবুঝির জন্যই এটি হয়েছে। সবাই আরেকটু সংযত হলেই পারতেন, এটি হলো আমার কথা।

তিনি বলেন, আমার কাছে এখনও লিখিত কিংবা কোনোকিছু আসেনি। আমি যতটুকু ভিডিও দেখেছি ফেসবুকে; আমার কাছে মনে হলো দুই পক্ষই সংযত আচরণ করলে ভালো হতো। তাহলে এ ঘটনার অবতারণা হতো না।

পড়ুন: ডাক্তার-পুলিশ-মেজিস্ট্রেটের ঝামেলা কি শ্রমিক মারার আলোচনাকে ঢাকার জন্য?
পড়ুন: ‘নিশ্চিত ওনাদের মুক্তিযোদ্ধা বাবারা লজ্জা পেয়েছেন’

এর আগে গত রবিবার (১৮ এপ্রিল) রাজধানীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সচিব শেখ মামুনুর রশিদ ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ কাইয়ুমের সঙ্গে বাগবিতণ্ডা হয় ডা. সাঈদা শওকত জেনির। তাদের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


সর্বশেষ সংবাদ