আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন: কাদের
বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারাদেশে আরো এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানোর সক্রিয় চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জীবন ও জীবীকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে।
সোমবার (১৯ এপ্রিল) রাজধানীর সরকারি বাসভবন থেকে দেয়া ভিডিওবার্তায় এসব কথা বলেন কাদের।
এর আগে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। রোববার রাতে এক ভার্চুয়াল সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় করোনার উচ্চ সংক্রমণ ও ক্রমবর্ধমান মৃত্যুতে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরামর্শক কমিটি দুই সপ্তাহের পূর্ণ লকডাউন সুপারিশ করেছিল। ইতোমধ্যে এক সপ্তাহের লকডাউন দেওয়া করেছে। কমিটি এতে সন্তোষ প্রকাশ করলেও বৈজ্ঞানিকভাবে দুসপ্তাহের কম লকডাউনে কার্যকর ফল আশা করা যায় না বলে উল্লেখ করা হয়েছে।