আশ্রয়ণ প্রকল্পের ১০ বাড়ি আগুনে পুড়ে ছাই

  © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি  ইউনিয়নের (গুচ্ছ গ্রাম) আদর্শ পাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগে ১০টি বাড়ি ভস্মীভূত হয়েছে। রবিবার (১৮ এপ্রিল)  বিকাল ৫টার দিকে স্থানীয় ফরিদ উদ্দিনের রান্নাঘরের গ্যাসের  চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আগুন মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন- আমিন,আবুল কালাম, আবু তাহের, আনোয়ারা, আয়শা, রোশনা আক্তার, শাহ আলম, মাহমুদা ও মাবিয়ার পরিবার। আগুনে ক্ষতিগ্রস্তরা দিনমজুর, রিক্সা চালক, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন বলে জানা গেছে।  

চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু জানান, আগুনে গুচ্ছ গ্রামের ১০টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে পরবর্তীতে সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প অফিসের সাথে যোগাযোগ করছি।


সর্বশেষ সংবাদ