দেশে করোানায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৮১  জনে। 

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ৪ হাজার ১৯২ জন । এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনে।

এর আগে গতকাল বুধবার করোনাায় একদিনের সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়। একই সময় আক্রান্ত হয়েছিল ৫ হাজার ১৮৫ জন। এদিন সুস্থ হয়েছিলেন ৫ হাজার ৩৩৩ জন।


সর্বশেষ সংবাদ