আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০৮:০৪ AM , আপডেট: ১৩ এপ্রিল ২০২১, ০৮:০৪ AM
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হবে রোজা। ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে সিয়াম সাধনা শুরু করবেন মুসলমানরা।
এ সংক্রান্ত সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা শুরু হবে।
দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।