১২ এপ্রিল ২০২১, ১৭:২০

লকডাউনে নির্বিঘ্নে চলাচল করতে ‘মুভমেন্ট’ পাস দেবে পুলিশ

লকডাউনে মানুষেরন চলাচল  © ফাইল ফটো

করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। এই অবস্থায় জরুরি প্রয়োজনে যাদের বাহিরে যাওয়া দরকার, তাদের জন্য ‘মুভমেন্ট’ পাস চালু করেছে পুলিশ। এজন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ ‘মুভমেন্ট পাস অ্যাপস’ নামের অ্যাপটি উদ্বোধন করবেন। এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমেই পাস পাওয়া যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধতন কর্মকর্তা জানান, সাবাইকে পাস দেয়া হবে না। শুধুমাত্র জরুরি কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছেন এমব ব্যক্তিদের নির্বিঘ্নে চলাচলের জন্য এই পাস দেয়া হবে। যে অ্যাপটি তৈরি করা হয়েছে সেটি পুলিশের আইসিটি সেল মনিটর করবেন। যারা আবেদন করবে তাদের তথ্য যাচাই-বাছাই করে পাস দেয়া হবে।

ওই কর্মকর্তা আরও বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, ওষুধ, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণসহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে অ্যাপটিতে। এগুলোর বাইরেও কোনো কারণে যদি বাইরে যেতে হয় তাহলে অন্যান্য ক্যাটাগরি সিলেক্ট করে আবেদন করতে হবে। চলাচলের সময় কোথাও বাধার সম্মুখীন হলে এই পাস দেখালেই তিনি নির্বিঘ্নে যেতে পারবেন।