নিখোঁজ হেফাজতের সাংগঠনিক সম্পাদক

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী  © সংগৃহীত

হাটহাজারীতে হেফাজতে ইসলামের সভায় যোগদান শেষে রোববার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে শহরের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। সোমবার (১২ এপ্রিল) আজিজুল হক ইসলামাবাদীর ছোট ভাই ফয়জুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়জুল হক জানান, রোববার মাগরিবের আগে ফোনে ভাই বলেছিলেন হাটহাজারী থেকে তিনি শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সঙ্গে একজন সঙ্গীও ছিলেন। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাতভর অনেকগুলো জায়গায় খোঁজ নিয়েও ভাইয়ের কোন সন্ধান পাওয়া যায়নি।

তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আজ (সোমবার) ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে ভাইয়ের নম্বর খোলা পাওয়া যায়। এ সময় কয়েকবার কল দিলেও কেউ রিসিভ করেননি।

তবে নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে এখনো জানানো হয়নি বলেও জানান তিনি।

আজিজুল হক এক সঙ্গীসহ হাটহাজারী বাস স্ট্যান্ডে দাঁড়ানো ছিলেন জানিয়ে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ ইকবাল খলিল অভিযোগ করেন, সেখান থেকে একটি গাড়িতে করে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তারা নিখোঁজ।


সর্বশেষ সংবাদ